বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০১৯
রোববার (২০ অক্টোবর) রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন অঞ্চল চ্যাম্পিয়ন ও ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন অঞ্চলেট ইউপি সার্জেন্ট শ্রী প্রকাশ চক্রবর্তী শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ও ১৭ পদাতিক ডিভিশন অঞ্চলের সৈনিক নয়ন কুমার বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রংপুর এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
No comments
আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন ।