কে বলেছে করোনা চিকিৎসার জন্য ডাক্তারেরা সাধারণ চিকিৎসা দিচ্ছেন না ?
প্রতিবেদকঃদিনাজপুর জেলা প্রতিনিধি, নাগরিক এক্সপ্রেস)
করোনা আতঙ্কে প্রায় ডাক্তারদের চেম্বার বন্ধ। তাই তো সাধারণ
চিকিৎসার জন্য জনগন পড়েছে বিপাকে । এমন নিউজ আমার প্রতিনিয়ত শুনে আসছি।এই
সংকট মুহূর্তে চিকিৎসা দিতে অনিহা চিকিৎসকদের। তবে এর ব্যাতিক্রম বিরামপুর
স্বাস্থ্য কমপ্লেক্স। । এখানে যেমন করোনা
নমুনা সংগ্রহের জন্য রয়েছে বিশেষ বুধ এবং করোনা
রুগীর জন্য রয়েছে ১০ বেডের একটি কক্ষ । ঠিক তেমনি সময় সচল রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি
বিভাগটি ।যেকানে প্রায় সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে প্রতিনিয়ত।
করোনা ব্যস্ততার মাঝেও সাধরণ
রোগীদের সেবা দিচ্ছে চিকিৎসকরা। জনজীবন থেমে গেলেও থেমে নেই নতুন শিশুদের আগমন। এই
চিকিৎসা কেন্দ্রে প্রসূতিদের করানো হচ্ছে নরমাল ডেলিভারী। এক দিনেই ৩ জন ময়ের কোলে সদ্যজন্ম
নোওয়া তিন শিশু মায়ের কোলে হাসছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে বসানো হয়েছে করোনা
সন্দেহে নমুনাভাইরাস সংগ্রহ বুথ। সেখানে একজন চিকিৎসক এক ব্যক্তির নমুনাসংগ্রহ
করছেন। করোনা রোগীর জন্য প্রস্তুত রাখা হয়েছেন ১০ বেডের আইসোলেশন রুম। স্বাস্থ্য
কমপ্লেক্সে আসা সাধারণ রোগীদের শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। সাবান দিয়ে
হাত পরিস্কার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করানো হচ্ছে সাধারণ রোগীদের।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন
হোসেন বলেন, করোনার
কারণে আমরা ব্যস্তসময় পার করছি। তার পরেও আমাদের নিয়মিত রোগীদের চিকিৎসায় কোন
কার্পণ্য করছিনা। সাধ্যমতো কাজ করে যাচ্ছি। করোনা রুগীর জন্য ১০ বেডের একটি কক্ষ
প্রস্তুত রাখা হয়েছে। তা ছাড়াও করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স
চত্ত্বরে বসানো হয়েছে করোনা নমুনা সংগ্রহ বুধ। এটি দিনাজপুর জেলার মধ্যে প্রথম
বলে তিনি জানান।
No comments
আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন ।