শিরোনাম

? বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না *

বিরামপুরের বন বিভাগের হারানো ১২টি ইউকলেক্টর গাছ উদ্ধার



শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিরামপুর পৌর শহরের হাবিবপুর বাজারে মোঃ বাবু হোসেন এর স-মিল থেকে ১২টি ইউকলেক্টর গাছের গুড়ি উদ্ধার করে চরকায় রেঞ্জ অফিসে নেয়া হয়।

চরকায় রেঞ্জের বিট কর্মকর্তা মোঃ আবদুল বারিক জানান, প্রায় ২০ বছর আগে দুই হাজার ইউকলেক্টর গাছ রোপণ করা হয়েছিলো। এখন সেই গাছগুলো পরিপক্ক কাঠে পরিনত হয়েছে। রাতের আঁধারে ওই রাস্তায় মোন্নাপাড়া ব্রীজের পশ্চিম পাশে ৪টি বড় ইউকলেক্টর গাছ কেটে ওই স-মিলে লুকিয়ে রাখা হয়।  
এই বিষয়ে চরকায় রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে হাবিবপুর বাজারের স-মিলে অভিযান চালিয়ে গাছের গুড়িগুলো উদ্ধার করা হয়েছে। সেখান থেকে মোট ১২টি ইউকলেক্টর গাছের গুড়ি উদ্ধার করা হয় । গাছ চুরির অপরাধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।




No comments

আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন ।