শিরোনাম

? বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না *

আজ বিরামপুরে ‘করোনা’ উপসর্গ নিয়ে আইসোলেশনে এক ব্যক্তি


সূত্রঃ দেশা রূপান্তর  

শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, গলাব্যথা নিয়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন।
রফিকুল ইসলাম এর বাসা বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামে । তার বাবার নাম  মৃত ফজলুর রহমান। গত রবিবার রাতে রফিকুল ইসলাম বিরামপুর হাসপাতালে ভর্তি হন।
গত শনিবার থেকে শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল রবিবার শ্বসকষ্টসহ গলাব্যথা তীব্র হলে পরিবারের সদস্যরা রাতে রফিকুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রফিকুলের করোনার উপসর্গ থাকায় দ্রুত আইসোলেশনে নেওয়া হয়।
ডা. সোলায়মান হোসেন আরও জানান, রফিকুলের নমুনা সংগ্রহ করে আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments

আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন ।