শিরোনাম

? বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না *

মানুষ মানুষের জন্য



যেখানে সরকারি ত্রাণ পৌঁছাবেনা, যেখানে সরকারি ত্রাণ পৌঁছালেও তা যাবে না অনাহারীর পেটে, তাতে কি বা আসে যায় সেখানে তো আছে মানুষ। এই পৃথিবীতে যে মানুষ মানুষের জন্যে তার বাস্তব প্রমাণ মেলে বিরমাপুর উপজেলার ৫ নং বিনাইল ইউনিয়নের মানুষ বা কিছু ব্যক্তির কর্মকান্ড দেখে। সত্যি দেখে বিস্মিত হওয়া ছাড়া উপায় নেই, এযেন এক মানবতার শিকল।

এলিন সাহেবের উদ্যোগে বিনাইল ইউনিয়নের প্রায়  প্রতিটি মানুষকে সচেতন করা হচ্ছে কোভিট-১৯ সম্পর্কে।সচেতনাতার পাশাপাশি হতদরিদ্র মানুষদের মাঝে বিতারণ করা হচ্ছে মাষ্ক ও প্রতিনিয়ত স্প্রে করা হচ্ছে জীবানু-নাশক।তবে কি মানবতার শেষ এখানেই? না, তাতেও  তারা থেমে যায়নি, নিজস্ব উদ্যোগে ব্যবস্থা করেছেন  ত্রাণ সামগ্রীর । সত্যি বলতে আপনারাই আসল হিরো । আপনাদের কে জানাই আমাদের পক্ষ থেকে “স্যালুট”।

No comments

আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করুন ।